সাতক্ষীরার শ্যামনগরে ঝড়ের আঘাতে শতাধিক কাঁচা ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। রোববার (১৯ মে) বিকেলে উপজেলার পশ্চিম কৈখালী, পূর্ব কৈখালি ও জয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বেশকিছু গাছও উপড়ে পড়ে।
Advertisement
কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জাগো নিউজকে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ পাঁচ নদীর মোহনার দিক থেকে প্রচণ্ড বেগে দমকা হাওয়া বইতে শুরু করে। মুহূর্তে এলাকার শতাধিক টিনশেড ও কাঁচা ঘরবাড়ি লন্ড ভন্ড হয়ে যায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা চেয়ারম্যান সাঈদ উজ-জামান সাঈদ জাগো নিউজকে জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে দ্রুত ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।
আহসানুর রহমান রাজীব/আরএইচ/জেআইএম
Advertisement