খেলাধুলা

শেষ ম্যাচের স্কোয়াড থেকে বাদ দেয়া হলো এমবাপেকে

পিএসজির হয়ে তাহলে এরই মধ্যে শেষ ম্যাচ খেলে ফেলেছেন কিলিয়ান এমবাপে? পার্ক ডি প্রিন্সেসে সর্বশেষ তুলুজের বিপক্ষে খেলেছিলেন তিনি। ১৩ মে’তে অনুষ্ঠিত হওয়া ওই ম্যাচে এমবাপে গোলও করেছিলেন। কিন্তু পিএসজিকে হারতে হয়েছিলো ১-৩ গোলে।

Advertisement

এরপর নিসের বিপক্ষে ম্যাচের স্কোয়াডেও রাখা হয়নি তাকে। আজ রাতেই মৌসুমের একেবারে শেষ ম্যাচে মেটজের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এই ম্যাচের জন্য কোচ লুইস এনরিকে ২০ সদস্যের যে স্কোয়াড তৈরি করেছেন, সেখানে রাখেননি এমবাপেকে।

এরই মধ্যে অবশ্য ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জিতে নিয়েছে পিএসজি। এ নিয়ে রেকর্ড ১২তম শিরোপা জিতলো তারা।

ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ড ৭ বছর পিএসজিতে কাটানোর পর এবার প্যারিস ছাড়ার ঘোষণা দিয়েছেন। জুনেই শেষ হয়ে যাবে তার সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ। তার আগেই তিনি জানিয়ে দিয়েছেন, চুক্তি নবায়ন করবেন না এবং পিএসজিতেও আর থাকবেন না। রিয়াল মাদ্রিদেই যোগ দেয়ার সম্ভাবনা বেশি তার।

Advertisement

কেন মৌসুমের শেষ ম্যাচে মেটজের বিপক্ষে তাকে একাদশে রাখা হচ্ছে না? এ বিষয়ে ইএসপিএন জানতে চেয়েছিলো পিএসজির কাছে; কিন্তু তারা এ নিয়ে কোনো উত্তর দেয়নি। অথচ, এমবাপের কোনো ইনজুরিও নেই।

পিএসজির হয়ে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গোলদাতা এমবাপে। তিনি ক্লাবটির হয়ে মোট গোল করেছেন ২৫৬টি। যার মধ্যে ১৯১টিই রয়েছে ফ্রেঞ্চ লিগ ওয়ান ম্যাচে।

ক্লাবটির হয়ে মোট ৬টি ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপা জিতেছেন তিনি। একই সঙ্গে রেকর্ড ৬ষ্ঠবারের মত লিগের সর্বোচ্চ স্কোরারের পুরস্কারও পেতে যাচ্ছেন এমবাপে।

তবে, এমবাপে পিএসজির জার্সিতে শেষ আরও একবার মাঠে নামার সুযোগ পেতে পারেন হয়তো। কারণ, ২৫মে লিওঁর বিপক্ষে ফ্রেঞ্চ কাপের ফাইনালে মুখোমুখি হবে প্যারিসের ক্লাবটি। কোচ লুইস এনরিকে যদি ওই ম্যাচের স্কোয়াডে এমবাপেকে রাখেন, তাহলে ওটিই হতে পারে পিএসজির জার্সিতে তার শেষ ম্যাচ।

Advertisement

আইএইচএস/