দেশজুড়ে

অস্বচ্ছল মেধাবীদের বৃত্তি দিলো দুদক

চাঁপাইনবাবগঞ্জে সততা সংঘের অসচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৯ মে) বিকেলে সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার দুজন করে মোট ১০ শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়। জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

Advertisement

আয়োজকরা জানান, অনুষ্ঠানে এক সঙ্গে ছয় মাসের ৬ হাজার টাকা করে ১০ জন শিক্ষার্তীকে ৬০ হাজার টাকা বিতরণ করা হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠান উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক একেএম গালিভ খান।

এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ।

Advertisement

এসময় আরও বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু।

সোহান মাহমুদ/এনআইবি/জিকেএস