দেশজুড়ে

হেরোইনসহ আটক দুই যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

রোববার (১৯ মে) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবুল বাশার মিঞা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গ্রামের মোখলেছ আলীর ছেলে রনি সেখ (২৭) ও একই গ্রামের হাচেন আলী সরদারের ছেলে আজিম (৩০)।

আদালতের অতিরিক্ত পিপি জেবুন্নেছা জাগো নিউজকে বলেন, ২০২১ সালের ২৩ অক্টোবর দুপুরে উল্লাপাড়া থানা পুলিশের কাছে খবর আসে, পল্লী বিদ্যুৎ সমিতির সামনে মাদকদ্রব্য বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে রনি ও আজিমের শরীর তল্লাশি করে ৪৫ গ্রাম হেরোইনসহ তাদের আটক করে পুলিশ।

Advertisement

এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে রোববার আদালতের বিচারক তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এম এ মালেক/এনআইবি/জিকেএস