শিক্ষা

গুচ্ছের ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ২০ মে, ক্লাস আগস্টে

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে সোমবার (২০ মে)। কয়েক ধাপে এ ভর্তি কার্যক্রম চলবে ২০ জুলাই পর্যন্ত। এরপর আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হতে পারে।

Advertisement

শনিবার (১৮ মে) গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এতথ্য জানান।

উপাচার্য বলেন, আগামী ২০ জুলাইয়ের মধ্যে আমাদের ভর্তি কার্যক্রম শেষ হবে। এরপর আমরা ক্লাস শুরু করবো। এবার চারটি মাইগ্রেশনের সুযোগ দেওয়া হবে। এরমধ্যে আমরা সব কার্যক্রম শেষ করবো।

আগস্টের শুরুতে ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, ২০ জুলাইয়ের পর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস শুরু করতে পারবে।

Advertisement

এর আগে গত ২৭ এপ্রিল ‌‘এ’ ইউনিট, ৩ মে ‘বি’ ইউনিট এবং ১০ মে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফল প্রকাশ করেছে ভর্তি পরীক্ষার আয়োজক কমিটি।

এএএইচ/এসআর