আইন-আদালত

টেকনাফে হচ্ছে সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট

কক্সবাজারের টেকনাফের শীলখালী মৌজায় আইন আদালত ও বিচার বিষয়ক গবেষণার জন্য সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে। এজন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন টেকনিক্যাল কমিটি গঠন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

Advertisement

একই সঙ্গে শুক্রবার (১৭ মে) বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালীতে সমুদ্র সৈকত ঘেঁষা মেরিন ড্রাইভের পাশে ইনস্টিটিউটের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউট বাস্তবায়ন কমিটির সদস্য ও আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আশফাকুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা।

প্রধান বিচারপতি কম সময়ের মধ্যে ভূমি বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে স্থাপনা নির্মাণের কাজ শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Advertisement

প্রধান বিচারপতির সভাপতিত্বে টেকনিক্যাল কমিটির সদস্যরা হলেন- আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি জাফর আহমেদ, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান, বিচারপতি এস এম কুদ্দুস জামান।

সাচিবিক দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী এবং সমন্বয়কারী কর্মকর্তা হিসেবে থাকবেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ।

এফএইচ/জেডএইচ/জেআইএম

Advertisement