দেশজুড়ে

আদালতের আদেশ অমান্য, চেয়ারম্যান প্রার্থী কারাগারে

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে ভ্রাম্যমাণ আদালতের আদেশ অমান্য করায় চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপুকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

শনিবার (১৮ মে) বিকেলে সৈয়দপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহিন কবির শুনানি শেষে এ আদেশ দেন। কোর্ট পুলিশের পরিদর্শক জিন্নাত আলী জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

দণ্ডিত ফয়সাল দিদার দিপু জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম ছাত্রবিষয়ক সম্পাদক। তিনি সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে শুক্রবার (১৭ মে) জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগে তাকে ৪০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।

Advertisement

তবে জরিমানা দিতে অস্বীকৃতি জানান চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপু। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদী হয়ে তার বিরুদ্ধে একইদিনে দিনগত রাত সাড়ে ৩টার দিকে নিয়মিত মামলা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপু শহীদ তুলসীরাম সড়কে ঘোড়ার গাড়িতে করে প্রচারণায় অংশ নেন। এসময় খবর পেয়ে সেখানে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। এসময় তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দিপুকে জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ আদেশের পর তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জাগো নিউজকে বলেন, ‘নিয়মিত মামলার পর চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপুকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।

ইব্রাহিম সুজন/এনআইবি/জেআইএম

Advertisement