প্রবাস

মালয়েশিয়ার পেনাংয়ে দুই দিনব্যাপী হাইকমিশনের কনস্যুলার সেবা

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দুই দিনব্যাপী মোবাইল কনস্যুলার সেবা শুরু হয়েছে। পেনাং রাজ্যে শুরু হওয়া প্রথম দিন শনিবার (১৮ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ অনারারি কনস্যুলেট অফিস পেনাং মালয়েশিয়া হতে ই-পাসপোর্ট সেবার মোবাইল কনস্যুলার সার্ভিসটির শুভ উদ্ধোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

Advertisement

আরও পড়ুনপ্রতারণার শিকার বাংলাদেশি শ্রমিকরা পাচ্ছেন আড়াই কোটি টাকা

এছাড়াও ই-পাসপোর্ট সেবার মোবাইল কনস্যুলার সার্ভিসটি রোববার (১৯ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় অগ্রণী রেমিট্যান্স হাউস, বুকিট মারতাজাম, পেনাং হতেও দেওয়া হবে।

মোবাইল কনস্যুলার সার্ভিসটির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে, পেনাং অনারারি কনস্যুলেট অফিসের অনারারী কনস্যাল দাতু শেখ ইসমাইল আলাউদ্দিন, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (ভিসা ও পাসপোর্ট) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন ও অন্যান্য কর্মকর্তা এবং বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকে্এলের ডিরেক্টর আরমান পারভেজ মুরাদ অন্যান্য প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সেবা প্রার্থী উপস্থিত ছিলেন।

এমআরএম/জেআইএম

Advertisement