নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। তবে মেডিকেল ভিসার ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা থাকছে না।
Advertisement
শনিবার (১৮ মে) সকালে ভারতীয় ইমিগ্রেশনের বরাত দিয়ে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকাল থেকে সোমবার ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত শুধুমাত্র মেডিকেল ও ভারতীয় ভোটার পাসপোর্টধারীরা বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন ব্যবহার করতে পারবেন। এ সময় বন্ধ থাকবে ট্যুরিস্ট, স্টুডেন্ট ও বিজনেস ভিসায় যাতায়াত। মঙ্গলবার সকাল থেকে এ পথে স্বাভাবিক হবে সবধরনের যাত্রী যাতায়াত।
পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবধরনের আন্তর্জাতিক রুট সিল করা প্রয়োজন। এজন্য ১৭-২০ মে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত যাত্রী ও যানবাহন যাতায়াত সীমিত করা হয়েছে। শুধু মেডিকেল ও ভারতীয় ভোটার পাসপোর্টধারীরা বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন ব্যবহার করতে পারবে।
Advertisement
এদিকে হঠাৎ পাসপোর্টযাত্রী যাতায়াতে ভারতীয় নির্বাচন কমিশনার নিষেধাজ্ঞা দেওয়ায় বিপাকে পড়েছে শত শত বাংলাদেশি। দুই পারে কয়েকশ যাত্রী আটকা পড়েছেন। তারা সীমান্ত সংলগ্ন এলাকার বিভিন্ন হোটেলে আশ্রয় নিয়েছেন। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর তারা দুই দেশের মধ্যে যাতায়াত করবে বলে জানা গেছে।
মো. জামাল হোসেন/আরএইচ/জেআইএম