দেশজুড়ে

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় যুবকের মৃত্যু, বিক্ষোভ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাকচাপায় ফারুক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৮ মে) সকালে নরসিংদী-মদনপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত ফারুক উপজেলার নোয়াপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে। তিনি আড়াইহাজার পৌরসভার ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় ফারুক বাড়ি থেকে বেরিয়ে রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে গাড়ি ও সড়কের পাশে গাছের মাঝখানে পড়ে ফারুকের করুণ মৃত্যু ঘটে। পরে পুলিশ ও স্থানীয় লোকজন গাছ কেটে তার মরদেহ উদ্ধার করেন।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ওই সড়কে বিক্ষোভ করে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ রাখে এবং ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশের এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Advertisement

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জাগো নিউজকে বলেন, চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মোবাশ্বির শ্রাবণ/এনআইবি/জেআইএম