মানবধিকার লংঘনের দায়ে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী সরকারের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জিয়া পরিষদ আয়োজিত এ গোল টেবিল আলোচনা তিনি এ মন্তব্য করেন।গয়েশ্বর চন্দ্র রায় বলেন, স্বাধীনতার ৪৩ বছর পরেও যদি যুদ্ধাপরাধীদের বিচার করা যায় তাহলে আজকে ক্ষমতাসীন সরকার যেভাবে মানবধিকার লংঘন করছে তাদেরও বিচার করা হবে। বাংলাদেশের জনগণ যদি ভোট দেয়ার সুযোগ পায় তাহলে আওয়ামী লীগের কপালে ভোট থাকবে না। তাই আগামী দিনে জনগণ আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে নির্বাসিত করবে।গয়েশ্বর বলেন, দেশে গণতন্ত্র নয়, হাসিনা তন্ত্র চলছে। যা আমরা অসহায়ের মতো দেখছি। তবে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটলে এ সরকার বেশি দিন আর ক্ষমতায় থাকতে পারবে না।তিনি বলেন, সিপাহী বিপ্লবের পর জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসে তখন থেকেই আওয়ামী লীগ অপপ্রচারে লিপ্ত রয়েছে।সভায় সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের চেয়ারম্যান কবির মুরাদ।
Advertisement