দেশজুড়ে

আবারও চোখ রাঙাচ্ছে চুয়াডাঙ্গার তাপমাত্রা

চুয়াডাঙ্গার তাপমাত্রার পারদ আবারও বাড়তে শুরু করেছে। শুক্রবার (১৭ মে) জেলায় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Advertisement

এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৮ শতাংশ। তাপমাত্রার সঙ্গে ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে।

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত সাতদিন চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করছিল। মঙ্গলবার (১৪ মে) থেকে তাপমাত্রা আবারও বাড়তে শুরু করে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি লাগছে।

Advertisement

চলতি গ্রীষ্ম মৌসুমের শুরু থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়ে আসছে এ জেলায়। গত ৩০ এপ্রিল বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

হুসাইন মালিক/এসআর/জিকেএস