দেশজুড়ে

কালীগঞ্জে দুই ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

গাজীপুরের কালীগঞ্জে এগারো সিন্ধুর এক্সপ্রেস ও চট্টলা এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শুক্রবার (১৭ মে) সকালে উপজেলার আড়িখোলা রেল স্টেশনে এ কর্মসূচি পালিত হয়।

Advertisement

মানববন্ধনে বক্তারা বলেন, এ উপজেলা রাজধানী ঢাকার লাগোয়া হওয়া সত্ত্বেও এখানকার মানুষের যোগাযোগের ভালো কোনো ব্যবস্থা নেই। সড়ক পথে ঢাকায় যাওয়ার সরাসরি কোনো গণপরিবহন না থাকার ফলে এ এলাকার সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন।

তারা বলেন, এ এলাকার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম ট্রেন। সেক্ষেত্রে তিতাস কমিউটার ট্রেন ব্যতীত অন্য কোনো ট্রেনের যাত্রা বিরতি আড়িখোলা স্টেশনে নেই। কিন্তু প্রতিদিন প্রায় এক হাজার যাত্রী আড়িখোলা রেল স্টেশন হতে উঠা নামা করে। এছাড়াও আরও সহস্রাধিক যাত্রী ট্রেনের সুবিধা না পেয়ে বিকল্পভাবে ঢাকায় যাতায়াত করছেন।

সে ক্ষেত্রে আন্তঃনগর এগারো সিন্ধুর এক্সপ্রেস ট্রেন ও চট্টলা এক্সপ্রেস আড়িখোলা রেল স্টেশনে যাত্রা বিরতি করলে স্থানীয়রা উপকৃত হবে। ট্রেন দুটি আড়িখোলা রেলস্টেশনে যাত্রা বিরতি করলে সরকার আর্থিকভাবেও লাভবান হবে।

Advertisement

এসময় কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার হোসেন, আল আমিন বক্তব্য রাখেন।

আব্দুর রহমান আরমান/আরএইচ/এমএস