চট্টগ্রামের ফটিকছড়িতে আগুনে পুড়ে আলী হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) বিকেল সোয়া ৫টার দিকে ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের মাইজভান্ডার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেনের বাড়ি মুন্সিগঞ্জ জেলার রানীগাঁও ইউনিয়নের বারহাট্ট এলাকায়।
Advertisement
মাইজভান্ডার এলাকার সৈয়দ নাজিম উদ্দিনের বসতঘর ও ভাড়া বাসায় আগুন লাগলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালালেও পরে ফটিকছড়ি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগায় নিহত আলী হোসেন ভবনের দ্বিতীয় তলায় আটকে পড়েন। পরে আগুন থেকে রক্ষা পেতে আলী হোসেন দ্বিতীয় তলা থেকে নিচে লাফ দিলে সেখানেই দগ্ধ হয়ে মারা যান। নিহত আলী হোসেন দিনমজুরিতে চাকরি করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ফটিকছড়ি ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করি। এসময় একজনের মরদেহ উদ্ধার করা হয়।
ইকবাল হোসেন/জেএইচ
Advertisement