জাতীয় হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ক্লিনিক্যাল রিসার্চ টিম ‘সেরা ক্লিনিক্যাল রিসার্চ টিম’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
Advertisement
বুধবার (১৫ মে) ফ্রান্সের প্যারিসে বিশ্বের সবচেয়ে বড় কার্ডিওলজি কনফারেন্স ইউরো পিসিআরে ইউরোপিয়ান কার্ডিওভাস্কুলার রিসার্চ সেন্টার (সিইআরসি) আনুষ্ঠানিকভাবে এ টিমের প্রধান অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিকের হাতে এ সম্মাননা তুলে দেয়।
বৃহস্পতিবার (১৬ মে) ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউরোপিয়ান কার্ডিওভাস্কুলার রিসার্চ সেন্টার বিশ্বের অন্যতম ইউরোপভিত্তিক একটি বহুজাতিক গবেষণা সংস্থা। বিশ্বের আরও কয়েকটি দেশের সঙ্গে এশিয়া মহাদেশের মধ্যে শুধুমাত্র বাংলাদেশই এ সম্মাননা পেয়েছে।
Advertisement
আন্তর্জাতিক এ স্বীকৃতি হৃদরোগ চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে বাংলাদেশের জন্য বিরাট সম্মান ও গৌরবের।
এএএম/এমআইএইচএস/জেআইএম