তথ্যপ্রযুক্তি

পাওয়ার ব্যাংক কেনার সময় যেসব বিষয়ে খেয়াল রাখা জরুরি

সারাদিন ফোন ব্যবহার করলেও সময়মতো চার্জ দেওয়ার কথা মনে থাকে না। জরুরি সময় পড়তে হয় ঝামেলায়। তাই সঙ্গে অনেকেই পাওয়ার ব্যাংক রাখেন। এতে যে কোনো সময় যে কোনো জায়গায় আপনার ফোন চার্জ করতে পারবেন।

Advertisement

বর্তমানে বিশ্বব্যাপী একটি চাহিদা সম্পন্ন এবং জনপ্রিয় ইলেকট্রনিক ডিভাইস হলো পাওয়ার ব্যাংক, যা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস আউটডোরে পোর্টেবলই চার্জ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তবে পাওয়ার ব্যাংক কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। আমরা অনেকেই পাওয়ার ব্যাংক কেনার আগে কোনো ধরনের যাচাই বাছাই না করেই যে কোনো এক ধরনের মডেল কিনে ফেলি। ফলে তা বেশিদিন টেকসই হয় না।

পাওয়ার ব্যাংক কেনার আগে অবশ্যই আমাদের কিছু বিশেষ দিকে লক্ষ্য রাখতে হবে। যেমন-

>> পাওয়ার ব্যাংক দীর্ঘ সময় ব্যবহারের জন্য ব্র্যান্ড এবং গুণগত মান নিশ্চিত করে তবেই ক্রয় করা উচিত। যে কোনো স্বনামধন্য ব্র্যান্ডের পরিবর্তে সস্তা, অজানা ব্র্যান্ডগুলো নির্ভরযোগ্য কার্যক্ষমতা প্রদান করতে পারে না ফলে ব্যবহারের নিরাপত্তার ক্ষেত্রে এটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

Advertisement

আরও পড়ুন

আপনার অ্যান্ড্রয়েড ফোনেই রয়েছে এআই, জানেন কি? 

>> আপনার ডিভাইসের প্রয়োজন অনুসারে পাওয়ার ব্যাংক কেনার পূর্বে অবশ্যই এর কার্যক্ষমতা এবং আউটপুট চেক করে নিতে হবে। পাওয়ার ব্যাংকের এমএএইচ রেটিং এবং আপনার ডিভাইসকে সঠিকভাবে চার্জ করার যথেষ্ট আউটপুট রয়েছে কি না তা নিশ্চিত করতে হবে।

>> পাওয়ার ব্যাংক কেনার আগে এর আকার আকৃতি এবং পোর্টেবিলিটি অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে। যে পাওয়ার ব্যাংকগুলো আকারে ছোট হয় সেগুলোর পোর্টেবিলিটি খুব বেশি হয় অর্থাৎ পাওয়ার ব্যাংকের আকার ছোট হওয়ায় খুব সহজেই যেখানে সেখানে বহন করা যায়।

>> পাওয়ার ব্যাংক কিনার পূর্বে এর ইনপুট এবং চার্জিং গতি কেমন তা অবশ্যই পরীক্ষা করে নিতে হবে। ইনপুট সঠিক এবং দ্রুত হলে পাওয়ার ব্যাংকগুলোর রিচার্জিং স্পিডও অনেক বেশি হয় ফলে কম সময়ে কুইক চার্জ করা যায়।

Advertisement

>> পাওয়ার ব্যাংক ব্যবহারের ক্ষেত্রে উপরোক্ত সর্তকতা গুলো অনুসরণ করলে আপনি যে কোনো ধরনের দুর্ঘটনা বা ক্ষতি এড়িয়ে এটিকে দীর্ঘদিন নিরাপদে ইলেকট্রনিক ডিভাইস চার্জ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।

>> পাওয়ার ব্যাংক ব্যবহারের ক্ষেত্রে উপরোক্ত সর্তকতা গুলো অনুসরণ করলে আপনি যে কোনো ধরনের দুর্ঘটনা বা ক্ষতি এড়িয়ে এটিকে দীর্ঘদিন নিরাপদে ইলেকট্রনিক ডিভাইস চার্জ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন

কাজের সময় ল্যাপটপ স্লো, তাৎক্ষণিক যা করবেন  কম্পিউটারের আইপি অ্যাড্রেস বের করবেন যেভাবে 

সূত্র: মেক ইউজ অব

কেএসকে/জিকেএস