যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা রক ফেস্টিভ্যাল, সিজন-১। আগামী ১৮ মে শনিবার বিকেল ৪টায় ওয়ারেন সিটির মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হবে বাংলা ব্যান্ডের আসর।
Advertisement
আয়োজকরা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গ্রেট লেইক বাংলা রক ফেস্টিভ্যালে নর্থ আমেরিকার ৫টি ব্যান্ড দল অংশ নেবে। দলগুলো হচ্ছে রিদম অব বাংলাদেশ, টেনান্ড হাফ মাইলস, দ্য চ্যাপ্টার, ক্র্যাক অন দ্য ব্যাক এবং মেইলস্ট্রম।
আরও পড়ুন:
বাংলাদেশ-কুয়েত সম্পর্কের ৫০ বছর উদযাপনে চিত্রপ্রদর্শনীপুরো অনুষ্ঠানটি আয়োজন করছে ‘রিদম অব বাংলাদেশ’ নামক ব্যান্ড দল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কালচারাল সেন্টারের কো-অর্ডিনেটর মৃদুল কান্তি সরকার এবং রিদম অব বাংলাদেশ ব্যান্ডের সাফিউল বশির সাফি ও সাফকাত রহমান আবির।
Advertisement
আয়োজকরা আরও জানিয়েছেন, আগত দর্শকদের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে বিকেল ৪টায়। বাংলাদেশি আমেরিকান এমনকি তরুণ প্রজন্ম যারা বাংলা ব্যান্ড সংগীত ভালোবাসেন এবং পছন্দ করেন সবাইকে অনুষ্ঠানে সংগীত উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।
এমআরএম/এএসএম