জাতীয়

গাজায় যুদ্ধবিরতি কার্যকরে অক্লান্ত কাজ করছে যুক্তরাষ্ট্র

গাজায় যুদ্ধবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্র অক্লান্ত কাজ করছে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে জানিয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

Advertisement

বুধবার (১৫ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডোনাল্ড লু’র সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘গাজায় শান্তি স্থাপনের বিষয়ে আমরা আলোচনা করেছি। তিনি (ডেনাল্ড লু) বলেছেন ইউএস অত্যন্ত টায়ার্ডলেসলি (অক্লান্তভাবে) কাজ করছে যাতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তিনি আমাকে যেটুকু বলেছেন- আমরা আশাবাদী।’

আরও পড়ুন

Advertisement

বাংলাদেশের অর্থনৈতিক সংকট কতদিনে ঠিক হবে জানতে চেয়েছেন ডোনাল্ড লু  আমরা নতুন একটি অধ্যায় প্রত্যাশা করছি: ডোনাল্ড লু 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি গাজায় যে মানবতাবিরোধী অপরাধ হচ্ছে, নিরীহ শিশুদের, নারীদের হত্যা করা হচ্ছে। ৩৫ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে, তার মধ্যে ৭০ শতাংশ নারী ও শিশু। এটি আসলে মেনে নেওয়া যায় না। আমি বলেছি টেলিভিশনে যখন এগুলো দেখি তখন টেলিভিশন দেখা কন্টিনিউ করতে পারি না। সেখানে শান্তি স্থাপন করা দরকার। তিনিও (ডেনাল্ড লু) একমত যে সেখানে শান্তি স্থাপন করা দরকার। তিনি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে অক্লান্তভাবে কাজ করছেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ সফরে এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক খুবই চমৎকার। আমাদের বহুমাত্রিক সহযোগিতার ক্ষেত্র রয়েছে। একই সঙ্গে আমাদের গত ৫৩ বছরের অভিযাত্রায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে কারণে ডোনাল্ড লুকে ধন্যবাদ জানিয়েছি।’

আইএইচআর/কেএসআর/জিকেএস

Advertisement