হ্যাকারদের কাছ থেকে যে কোনো ডিভাইসে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ব্যাংকিং অ্যাপ, ই- মেইল, গুগল অ্যাকাউন্ট সব কিছুতেই পাসওয়ার্ড ব্যবহার করেন সুরক্ষার জন্য । কিন্তু তারপরও হ্যাক হয়ে যাচ্ছে আপনার অ্যাকাউন্টগুলো।
Advertisement
হ্যাকাররা এসব অ্যাকাউন্ট হ্যাক করে ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং তথ্য চুরি করছে। তারপর এসব তথ্য ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। কিংবা আপনার ব্যক্তিগত তথ্য, ছবি বিক্রি করে দিচ্ছে ডার্ক সাইটে। বিপদের শেষ নেই। কিন্তু জানেন কি, আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে একটি পাসওয়ার্ড হ্যাক করতে হ্যাকারের কত সময় লাগে?
আইটি ফার্ম হাইভ সিস্টেমের সাম্প্রতিক সমীক্ষা যা হিসেব দিচ্ছে, তা গায়ে কাঁটা ধরানোর জন্য যথেষ্ট। তাদের দাবি, একটা ৮ সংখ্যার সাধারণ পাসওয়ার্ড হ্যাক করতে হ্যাকাররা সময় নেয় ঠিক ৩৭ সেকেন্ড। সোশ্যাল মিডিয়া এক্সে এই নিয়ে যে সমীক্ষার ফলাফল জানিয়েছে তারা।
সুরক্ষার উপায়ও জানিয়েছে তারা। এছাড়া প্রযুক্তি বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার। তারা বলছেন, ৮ সংখ্যার বদলে পাসওয়ার্ড ১৬ বা ১৮ সংখ্যায় রাখতে হবে, এটা হ্যাক করতে অনেক বছর সময় লেগে যাবে, অন্তত সেরকমই বলছে সমীক্ষা।
Advertisement
এছাড়া সহজে অনুমান করা যায়, এরকম পাসওয়ার্ড রাখলে চলবে না। জন্মদিন, নিজের নাম এ সব পাসওয়ার্ড হিসেবে সেট না করাই ভালো। শক্তশালী পাসওয়ার্ড সেট করাই পর্যাপ্ত নয়, সঙ্গে অ্যাকাউন্টের জন্য টু-ফ্যাক্টর অথেন্টিকেশনও চালু করতে হবে এতে নিরাপদ আরও বেশি জোরদার হবে। যে কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকতে চাইলে আপনার কাছে তার নোটিফিকেশন চলে আসবে।
আরও পড়ুন
ফোন চার্জে বসানোর আগে খেয়াল রাখুন ৩ বিষয় সেটিংস বদলে ফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে পুরোনো স্মার্টফোন ৬ কাজে লাগাতে পারেনসূত্র: নিউজ ১৮
কেএসকে/জিকেএস
Advertisement