দেশজুড়ে

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর ফাঁসি

যৌতুকের কারণে স্ত্রী জোহরা খাতুনকে হত্যার দায়ে স্বামী নুরুন্নবী সেখের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় প্রকাশের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বুধবার (১৫ মে) খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক ও ট্রাইব্যুনাল-১ এর ভারপ্রাপ্ত বিচারক আব্দুস ছালাম খান এ রায় দেন।

Advertisement

আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদ আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের পিপি মামলার নথির বরাত দিয়ে তিনিজানান, ২০১১ সালের ২৫ আগস্ট দিবাগত রাতে নগরীর খুলনা থানাধীন রূপসার বেলায়েত হোসেন সড়কের ভাড়া বাসায় আসামি নুরুন্নবী তার স্ত্রীকে যৌতুকের দাবিতে শ্বাসরোধ করে হত্যা করেন এবং শিশু সন্তানসহ ঘরে তালাবদ্ধ করে পালিয়ে যান। পরে নিহতের ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে খুলনা থানায় নারী ও শিশু আইনের ১১ (ক) ধারা মোতাবেক মামলা করেন। খুলনা থানার মামলা নং ৪৫ তারিখ ২৭/৮/২০১১।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আসমানী খানম একই বছরের ১৫ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন। ১৪ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।

Advertisement

আলমগীর হান্নান/এফএ/এএসএম