জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
Advertisement
বুধবার (১৫ মে) দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ডোনাল্ড লু বলেন, পরিবেশ মন্ত্রীর সঙ্গে আমাদের চমৎকার আলোচনা হয়েছে। পরিবেশ সুরক্ষায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। জলবায়ু পরিবর্তনে কীভাবে একসঙ্গে কাজ করা যায় সেটি নিয়ে আলোচনা করেছি।
ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন একসঙ্গে কাজ করার কথা জানান তিনি।
Advertisement
এসময় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।
আইএইচআর/জেডএইচ/এএসএম