সাহিত্য

এমরান কবিরের দুটি কবিতা

পথ

Advertisement

গৃহপালিত পাখি দেখে আনন্দে নাচে হরিণীউড়ালের ক্ষত নিয়ে, অধীনতা নিয়ে তবু তাকে ডাকিনিহরিণের ক্ষত, পাখির ডানায় ভর করে তবু আমরা জানিনি

ফেরার গল্পে তবু পড়ে যার অজ্ঞাত পালকহরিণীর শিং খাঁচার পেরেক আরউল্টে যাওয়া উল্টো পথ

সবগুলো আয়ু নিয়ে চোখ নাচে রঙিনপ্লিজপাখিটাকে পাখা হরিণীকে রং আর পথকে পথ করে দিন

Advertisement

****

থুথু

আমি একটু থুথু ফেলবতুমি এর কী নাম দিতে চাও?ভাষা?ঠিক আছেভিক্ষুকের ছদ্মবেশেলিখব তাহলে এপিটাফ

হয়ে যাবে অমর আহরণথুথুগুলো পেয়ে যাবে ফুল

Advertisement

তোমার শোকপক্ষগুলো ভেসে যাবেনদীতে পাবে না কুল

এসইউ/এএসএম