জার্মানির স্টুটগার্ডে অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের গ্রীষ্মকালীন মেলা। শনিবার স্টুটগার্ড শহরের একটি অডিটোরিয়ামে লি’স ওয়াড্রোবের উদ্যোগে এই মেলায় বিভিন্ন শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।
Advertisement
মেলার বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশি শাড়ি, পাঞ্জাবিসহ নানান পোশাকের স্টল। এছাড়াও ছিল পিঠা পুলি, ঝালমুড়ি, চটপটিসহ নানা রকমের বাংলাদেশি খাবার। প্রবাসী বাংলাদেশিদের জমজমাট এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লিপিকা আহমেদ এবং আহমেদ রাসেল সোহেল।
আয়োজকরা জানিয়েছেন, দূর প্রবাসে নারী উদ্যোক্তাদের তুলে ধরা এবং নতুন প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই আয়োজন। যেখানে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের পরিবেশনা সবাইকে মুগ্ধ করে।
মিনহাজ দীপন, দেলোয়ার হোসেন ঝন্টু ও লিপিকা আহমেদের একের পর এক পরিবেশনায় সবাই মুগ্ধ হন। নানা আয়োজনে দিনভর মেতে ছিলেন প্রবাসী বাংলাদেশিরা। পুরো অনুষ্ঠানটি পরিণত হয়েছিল প্রবাসের বুকে ছোট্ট একটি বাংলাদেশে।
Advertisement
এমআরএম