রাজনীতি

উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৫ জন বহিষ্কার

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অংশ নেওয়ায় বিএনপির পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৪ মে) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কৃতরা হলেন-

ঢাকা বিভাগ

Advertisement

১. মো. সোহেল রানা মল্লিক যুগ্ম আহ্বায়ক, সাটুরিয়া উপজেলা যুবদল, মানিকগঞ্জ জেলা। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।

২. মোসা. মুন্নি আক্তার সাধারণ সম্পাদক, সাটুরিয়া উপজেলা মহিলা দল ও সহ-সাংগঠনিক সম্পাদক, মানিকগঞ্জ জেলা মহিলা দল। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।

খুলনা বিভাগ

৩. মো. ইকবাল হোসেন সাবেক সাধারণ সম্পাদক, খানজাহান আলী থানা বিএনপি, খুলনা জেলা। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।

Advertisement

রাজশাহী বিভাগ

৪. মোসা. সুমি আক্তার প্রচার সম্পাদক, সাপাহার থানা মহিলা দল, নওগাঁ জেলা। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।

৫. মোসা. সখিনা বেগম মহিলাবিষয়ক সম্পাদিকা, দুপচাঁচিয়া উপজেলা বিএনপি ও তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক, বগুড়া জেলা মহিলা দল। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।

কেএইচ/জেডএইচ/এএসএম