দেশজুড়ে

সীমান্তে বিএসএফের গুলিতে ফুটো হলো বাংলাদেশির ঘরের চাল

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশির রান্নাঘরের চাল ফুটো হয়ে গেছে। পরে ঘরের মেঝে থেকে বুলেটটি উদ্ধার করে বিজিবি।

Advertisement

ঘটনাটি ঘটেছে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ধুলারকুটি সীমান্তের ৯৩১ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশে। সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় ওই সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে এ ঘটনায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সীমান্তবাসী প্রত্যক্ষদর্শী শাহাআলম ও আব্দুল কুদ্দুস জানান, কেটে নেওয়া ধান গাছের অবশিষ্ট খড় সংগ্রহের জন্য রোববার (১২ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে কয়েকজন সীমান্তবাসী নারী ভারতীয় নোম্যান্সল্যান্ডে যান। এ সময় ভারতীয় নারায়ণগঞ্জ ক্যাম্পের টহলরত এক বিএসএফ সদস্য তাদের ধাওয়া করেন। খড় সংগ্রহে যাওয়া নারীরা দৌড়ে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করলে ওই বিএসএফ সদস্যও তাদের পিছু নিয়ে প্রায় ৩০ গজ বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন। এক পর্যায়ে রাইফেল উঁচিয়ে ওই নারীদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি বর্ষণ করে দ্রুত ভারতের ভেতরে চলে যান বিএসএফ সদস্য।

সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে সীমান্ত ঘেঁষা নুর আলম বাচ্চুর বাড়ির রান্নাঘরের চাল ফুটো হয়ে মেঝেতে পড়ে। গুলির শব্দে আশপাশের এলাকা প্রকম্পিত হলে সীমান্তবাসী আতঙ্কিত হয়ে পড়েন। পরে নুর আলম বাচ্চুর পুত্রবধূ শাকিলা আক্তার ইতি রান্নাঘরের মেঝে থেকে এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেন।

Advertisement

পরে খবর পেয়ে রাত ১১টার দিকে পার্শ্ববর্তী গোরকমন্ডল ক্যাম্পের বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত গুলি জব্দ করে ক্যাম্পে নিয়ে যান।

নুর আলম বাচ্চু জানান, ওই সময় আমার পুত্রবধূ রান্নাঘরেই ছিল। ভাগ্যিস গুলিটা তার শরীরে লাগেনি। মাঝে মধ্যেই ভারতীয় বিএসএফ এভাবে বাংলাদেশে ঢুকে নিরীহ গ্রামবাসীর ওপর অত্যাচার চালায়। আমরা সব সময় বিএসএফ আতঙ্কে থাকি। এ রকম অনাকাঙ্ক্ষিত গুলি বর্ষণের ঘটনার তদন্তসহ কড়া প্রতিবাদ হওয়া উচিত।

এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফ জানান, এ ঘটনায় সোমবার (১৩ মে) সন্ধ্যা ছয়টায় ওই সীমান্তে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৯০ বিএসএফ ব্যাটলিয়নের নারায়ণগঞ্জ কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর রমন সিং।

তিনি আরও বলেন, বৈঠকে সীমান্তে বিনা উসকানিতে গুলি বর্ষণের কারণ জানতে চেয়ে বিজিবি কড়া প্রতিবাদ জানালে বিএসএফ সীমান্তের সিসি টিভির ফুটেজ পর্যালোচনাপূর্বক মঙ্গলবার আবারো পতাকা বৈঠকের মাধ্যমে গুলিবর্ষণের কারণ জানাতে চেয়েছে।

Advertisement

ফজলুল করিম ফারাজী/এফএ/জেআইএম