খেলাধুলা

চ্যালেঞ্জ নিয়েই আবাহনীতে সুজন

সর্বশেষ ২০১০-১১ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল আবাহনী। এরপর চারটি লিগ চলে গেলেও শিরোপায় আর চুমু দেওয়া হয়নি তাদের। ২০১০-১১’র শিরোপা জয়ী মৌসুমে আবাহনীর কোচ ছিলেন খালেদ মাহমুদ সুজন। তাই শিরোপার লক্ষ্যে আবারও তাকে ফিরিয়ে এনেছে দলটি। আর শিরোপা পুনরুদ্ধারের চ্যালেঞ্জ নিয়েই আবাহনীতে এসেছেন বলে জানালেন তিনি।বুধবার ধানমন্ডিস্থ আবাহনী ক্লাবে ঢাকা প্রিমিয়ার ডিভিশনের ক্রিকেট লিগের জন্য জার্সি উন্মোচন করে আবাহনী। এ সময় সুজন বলেন, ‘আবাহনীর মত বড় দলে একটা বিশাল সমর্থক গোষ্ঠী আছে। তাই এটা একটা বড় চ্যালেঞ্জই। তবে এর যেমন চাপ আছে তেমন অনুপ্রেরণাও আছে। আবাহনীর মত দলে থাকার উত্তেজনাটা আমি বুঝি, তাদের চাওয়াও জানি।’তামিম ইকবাল, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, জুবায়ের হোসেন লিখনের মত তারকা ছাড়াও মোসাদ্দেক হোসেন সৈকতের মত বেশ কিছু তরুণদের নিয়ে দারুণ দল গড়েছে আবাহনী। এবারের আসরে কাগজে কলমে তারাই সেরা দল। তাই দলের প্রতি দারুণ আস্থা সুজনের। ‘আমরা চ্যাম্পিয়ন হবার মত দল গড়েছি। আমাদের খেলোয়াড়রা সামর্থ্য অনুযায়ী মাঠে পারফর্ম করতে পারলে আশা রাখা যায় ভালো কিছু হবে। চ্যাম্পিয়ন হতে হলে যে বাধা আছে আশাকরি আমাদের খেলোয়াড়রা তা পার করতে পারবে।’দলে একজন ভালো মানের বিদেশী অন্তর্ভুক্ত করতে পারলে দলের শক্তি আরও বৃদ্ধি পাবে বলে জানান সুজন। একজন মিডল অর্ডার ব্যাটসম্যান অথবা অলরাউন্ডার খুজছেন বলে জানান তিনি। টপ অর্ডার হলেও সমস্যা হবে না বলে উল্লেখ করেন। তবে আইপিএল, কাউন্টি ক্রিকেট ও অন্যান্য লিগ চলার কারণে ভালো মানের খেলোয়াড় পেতে সমস্যা হচ্ছে বলেও জানান সুজন।আরটি/আইএইচএস/আরআইপি

Advertisement