পাকিস্তান-আফগানিস্তান ম্যাচকে এখন দক্ষিণ এশিয়ার নতুন উত্তেজনার খেলা বলতে মনে ভুল হবে না। কারণ প্রায় ম্যাচেই দেখা যায়, দুই পক্ষের মধ্যে ব্যাট-বল কিংবা কথার লড়াই। এমনকি সেই লড়াই মাঠের গণ্ডি পেরিয়ে এখন বাইরেও চলে গেছে।
Advertisement
ডাবলিনে গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটের দারুণ জয় পেয়েছে পাকিস্তান। সেখানেই লক্ষ্য করা গেছে তেমনি এক দৃশ্য।
সেই ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এতে ক্রিকেটভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা-সমালোচনা।
একটি ভিডিওতে দেখা যায়, ম্যাচ চলাকালীন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি ড্রেসিংরুম থেকে মাঠের দিকে যাচ্ছিলেন। এমন সময় পাশে থাকা এক আফগান সমর্থক তাকে দেখে বাজে মন্তব্য করেন। এতে প্রচণ্ড রেগে যান শাহিন। ওই আফগান ভক্তের দিকে ত্যাড়ে আসতে দেখা যায় পাক পেসারকে।
Advertisement
Breaking NewsShaheen Afridi's bitter words to the Afghan fans while going to the ground from the dressing room.Shaheen Afridi informed the security head about the matter.After the incident, the Pakistani security head kicked the suspect out of the ground. pic.twitter.com/c7k6TsoeVu
— Imran Yousafzai (@DailyNewsmart) May 13, 2024আরেকটি ভিডিওতে দেখা যায়, আফগান ভক্তের এই দৃষ্টিকটু বিষয়টি নিরাপত্তাকর্মীদের জানানোর প্রেক্ষিতে ওই আফগান সমর্থককে মাঠ থেকে বের করে দেন নিরাপত্তাকমীরা।
Afghan fans confronted Pakistani cricket icon Shaheen Afridi, resulting in a verbal exchange.Security personnel were swiftly alerted, leading to the removal of a suspicious individual from the premises. #IREvPAK pic.twitter.com/nO8oRtJxOc
— Nibraz Ramzan (@nibraz88cricket) May 13, 2024শাহিনকে লক্ষ্য করে বাজে মন্তব্য যে আফগান সমর্থক করেছেন তা জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ‘জিও সুপার’, ‘জিও নিউজ’ এবং ‘ক্রিকেট পাকিস্তান’।
Advertisement
এই ম্যাচে জয় নিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে পাকিস্তান। দলের জয়ে বড় অবদান রেখেছেন মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান।
এদিন দারুণ একটি মাইলফলক স্পর্শ করেন শাহিন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেট শিকারের কীর্তি গড়েন তিনি। ১৪৫টি ম্যাচে এসব উইকেট নেন বাঁহাতি এই পেসার।
এমএইচ/এএসএম