ধর্ম

ইয়াহুদিদের প্রশ্নোত্তরে বিশ্বনবি

আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি নবুয়ত প্রাপ্তির সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ে। তাওরাতের অনুসারী ইয়াহুদি পণ্ডিতগণ নবুয়তের সত্যতায় কিছু প্রশ্ন নিয়ে বিশ্বনবির দরবারে হাজির হয়ে বলেন, আমরা কিছু প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছি, যার সঠিক উত্তম নবি ছাড়া অন্য কেউ দিতে পারে না। আপনি সত্য নবি হলে এ প্রশ্নগুলোর উত্তর দিন।রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘আচ্ছা ঠিক আছে প্রশ্ন করুন, এবং অঙ্গীকার করুন, যদি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করি তবে আপনারা আমার নবুয়তকে স্বীকার করবে। ইয়াহুদি পণ্ডিতগণ ইসলাম গ্রহণের অঙ্গীকার গ্রহণ করে। তাদের প্রশ্ন ও উত্তরগুলো তুলে ধরা হলো-১. হজরত ইবনে আব্বাসের সূত্রে বর্ণিত, ইয়াহুদি পণ্ডিত ইবনে মুগিরা এবং ফিদাকের অধিবাসী আবদুল্লাহ ইবনে সুরিয়া উভয়ে বিশ্বনবির খিদমতে এসে জিজ্ঞেস করলেন, আপনার নিকট ওহি নিয়ে আগমনকারী ফেরেশতার নাম কি? বিশ্বনবি বললেন, আমার বন্ধু জিব্রিল। তিনি সব নবি-রাসুলের নিকটই ওহি নিয়ে আসতেন। সে বলল, আপনার কথা মানি না। জিব্রিল ছাড়া অন্য কেউ ওহি নিয়ে আসলে আমরা আপনার প্রতি ঈমান আনতাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, কেন? জবাবে ইবনে মুগিরা বললেন, ‘জিব্রিল আমাদের দুশমন। (ফতহুল কাদির)২. হজরত আনাস রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণিত হজরত আবদুল্লাহ ইবনে সালাম বিশ্বনবির আগমনের সুসংবাদ পেয়ে তাঁর সাক্ষাতে আসেন। এসে তিনি বিশ্বনবিকে তিন প্রশ্ন করার অনুমতি চান। যে প্রশ্নের উত্তর নবি-রাসুল ব্যতিত কেউ দিতে পারে না। প্রশ্নগুলো হলো-ক. কিয়ামাতের প্রথম লক্ষণ কি?>> একটি অগ্নিখণ্ড মানুষকে পূর্ব দিক হতে পশ্চিম দিকে নিয়ে জমা করবে।খ. জান্নাতবাসীদের প্রথম খাবার কি হবে?>> জান্নাতিদের প্রথম কাবার হবে মাছের কলিজা।গ. কি কারণে সন্তান বাবা-মার দু’জনের মধ্য হতে কোনো একজনের সাদৃশ্যর্পূ হয়?>> যখন পুরুষের বীর্জ স্ত্রীর বীর্জের ওপর প্রাধান্য লাভ করে তখন পুত্র সন্তান লাভ করে; আর যখন স্ত্রীর বীর্জ পুরুষের বীর্জের ওপর প্রাধান্য লাভ করে তখন কন্যা সন্তান লাভ করে।এই মাত্র হজরত জিব্রিল আলাইহিস সালাম এ প্রশ্নগুলোর উত্তর আমাকে জানিয়েছেন। আবদুল্লাহ ইবনে সালামও জিব্রিলকে দুশমন বলেন। অতপর বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে উত্তরগুলো শুনে আবদুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে যান।সর্বোপরি এ প্রশ্নোত্তরের ফলে তৎকালীন ইয়াহুদি পণ্ডিতদের নিকট রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সত্যয়ন ঘটে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর পরিপূর্ণ বিশ্বাস ও আনুগত্য লাভের তাওফিক দান করুন। আমিন।এমএমএস/পিআর

Advertisement