মঞ্চে অভিনয় করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মরাঠি বর্ষীয়ান অভিনেতা সতীশ জোশী। রোববার (১২ মে) একটি নাটকের অনুষ্ঠান ছিল জোশীর। সেদিন রাত ১১টার দিকে গুরগাঁওয়ের ব্রাহ্মণসভায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
Advertisement
জানা গেছে, শোয়ের আগ পর্যন্ত তিনি একদম সুস্থ ছিলেন। নাটকের মহড়ায়ও যোগদান করেছেন। কিন্তু অভিনয় করতে করতে হঠাৎ শরীরে অস্বস্তি হতে থাকে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া জোশীকে। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
২৮ বছরে চলে গেলেন জনপ্রিয় তামিল সুরকার-সংগীতশিল্পী চলে গেলেন অভিনেত্রী বেবিসতীশ জোশীর বন্ধু রাজেশ দেশপাণ্ডে ফেসবুকে শোকবার্তা জানিয়ে লিখেছেন, ‘আমার সিনিয়র, বন্ধু এবং অভিনেতা সতীশ জোশী মঞ্চেই প্রয়াত হয়েছেন। শেষ নিশ্বাস নেওয়ার আগে পর্যন্ত তিনি পারফর্ম করেছেন। ওম শান্তি ওম।’
Advertisement
মরাঠি নাট্যাঙ্গনের প্রবীণ অভিনেতা তার অভিনয় দক্ষতার জন্য জনপ্রিয় ছিলেন। বড়পর্দার পাশাপাশি থিয়েটার সার্কিটেও তিনি সম্মানিত। ‘ভাগ্যলক্ষ্মী’ সিনেমায় তার অভিনয় সমালোচকদের কাছে প্রবল প্রশংসিত হয়েছিল।
এমএমএফ/এএসএম