কেউ বলতে পারেন, উৎসব কী?তুমি থাকা মানেই তো প্রতিদিন উৎসবতুমিই আমার সার্বজনীন উৎসব।
Advertisement
আমি পালিয়ে যাবো—তোমার ভালোবাসার বসন্তেতোমার বসন্তঠোঁটে মিষ্টি চুমু দেবো এঁকেআমি হারিয়ে যেতে চাই তোমার শীত-আলিঙ্গনে—উষ্ণ-আলিঙ্গনে;আমি রোমিও হয়ে তোমার সঙ্গে পালাতে চাইচন্দ্রভরা মধ্যরাতের ফাঁকা রাস্তায়।
আজ খুব ঠান্ডা কিন্তু আর্দ্রতা নেইবাড়িতে কেউ নেই, শুধু আমরা দুজনইসুখে পরিপূর্ণ, তুলনাহীনসুস্বাদু—নতুন স্বাদে, নতুন গন্ধ, হাসি, স্মৃতি ঝলমলেচা দিয়ে পরোটার উদযাপনমাঝেমধ্যে ভয় এসে কড়া নেড়ে যায়বাড়িতে কেউ নেই, শুধু আমরা দুজনসুস্বাদু—চা দিয়ে পরোটার উদযাপন।
বাড়িতে কেউ নেই আমরা শুধু দুজনচাঁদের পুরো রাজত্ব, সূর্য জানে নাআমাদের অনেক পথ হেঁটে যেতে হবেআমাদের জন্য অধীর অপেক্ষায় উত্তরাধিকার।
Advertisement
দরজায় ধাক্কা দিয়ো না এখনবাড়িতে কেউ নেই, শুধু আমরা দুজনশীত খুব কিন্তু আর্দ্রতা নেইনতুন স্বাদের গন্ধ চাঁদের আয়োজনে মধুময়!একে অপরের আত্মায় হারিয়ে যাক—আমাদের হাতের সম্মিলনে তৈরি হোক বিশাল মানববন্ধনঅনুকরণ করুক বিশ্বমানব!
****
শিকার
সৈকতে হাঁটছি। মিষ্টি বাতাসে স্বর্গের গন্ধ।ঘ্রাণ শুঁকে শুঁকে আনন্দের অভিযানেঅনেকের মধ্যে আমি একজন।
Advertisement
বুক খুলে সাগরের বাতাসেঅনিমেষ, উন্মাতাল আমরাবিস্তীর্ণ আকাশের নিচে, উদার সাগরের পরশেচোখ বুজে স্বর্গের পথ খুঁজছি।হঠাৎ ঈগলের মতো ঝাঁপিয়ে পড়লে আমার ওপর।
ক্ষমা কি করতে পারব?—আমি যে মানুষতুমি যে ঈগল!তুমি আমার আত্মাকে পাঠিয়ে দিলে ঠিকই ওপারে।
****
নতুন যাত্রা
আমরা গেছি—শীত পেরিয়ে বসন্তেবসন্ত পেরিয়ে গ্রীষ্মকালেতারপর গ্রীষ্ম পেরিয়ে এলাম বর্ষায়নব উল্লাসে—সৃষ্টির আনন্দে।
বিরূপ—শান্তি—অঙ্কুর...জোয়ার—ভাঙন—সবুজ... এখনো যাচ্ছি—যাচ্ছি—যাচ্ছিযাচ্ছি সৃষ্টির নতুন যাত্রার প্রোতাশ্রয়ে।
এসইউ/জেআইএম