দেশজুড়ে

পা দিয়ে লিখে সেই সিয়াম পেলো জিপিএ- ৩.৮৩

পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জামালপুরের সরিষাবাড়ীর ছেলে সিয়াম। তার ফলাফল এসেছে জিপিএ-৩.৮৩।

Advertisement

রোববার (১২ মে) প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এতথ্য জানা যায়।

সিয়াম জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়া গ্রামের জিন্নাহ মিয়া-জোসনা বেগমের ছেলে।

জন্ম থেকেই সিয়ামের দুটি হাত না থাকলেও হাল ছাড়েনি পড়াশোনায়। সে চাপারকোনা মহেশ চন্দ্র স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

Advertisement

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ছোটবেলায় ভাইবোনের সঙ্গে স্কুলে গিয়ে লেখাপড়ার প্রতি আগ্রহ জাগে সিয়ামের। বিভিন্ন অক্ষরের ওপর পা দিয়ে ঘষামাজা করতে করতে লেখার অভ্যাসটা শুরু হয়। ক্রিকেট খেলা, সাঁতার কাটা থেকে শুরু করে দৈনন্দিন সব কাজ একাই করতে পারে সিয়াম।

ফলাফলের প্রতিক্রিয়ায় সিয়াম বলে, ‘আজ অনেক খুশি আমি। এমন ফলাফলে সবাই আমাকে দেখতে আসছে। সবার সহযোগিতায় আজ আমি এতদূর আসতে পেরেছি।’

সে আরও বলে, ‘পা দিয়ে লিখতে আমার কষ্ট হয়েছে। কিছুক্ষণ পরপর পায়ে ব্যথা করেছে। একটু বসে থেকে আবার লেখা শুরু করছি। তবুও সাড়ে তিন ঘণ্টার আগেই সব প্রশ্নের উত্তর লেখা শেষ করেছি। কষ্ট হলেও আজ আমি সফল।’

সিয়ামের বাবা বলেন, ‘ছোটকালে ভেবেছিলাম আল্লাহ এমন সন্তান কেন দিলো। তবে দিন যতই গড়িয়েছে ততই আমরা সিয়ামের কার্যক্রমে মুগ্ধ হয়েছি। এখন তাকে বোঝা মনে হয় না। আমরা তাকে সমাজের ৮-১০ জনের মতোই মনে করি।’

Advertisement

নাসিম উদ্দিন/এসআর/জিকেএস