এক আঁধারের গহ্বরে রেখেছিলাম তোমায় দীর্ণ-বিদীর্ণ জীবনটাকে রুটি সেকার মত পুড়িয়ে শত যামিনী সমর্পিত করেছিলাম অনিদ্রায়, অন্নলিপ্সুতায়। ব্যথার উর্ণাজালে বোনা যন্ত্রণার আঁখরে বুকের গহীনে রেখেছিলাম দশটি মাস। আমার দু’চোখের স্বপ্ন ছিল তোমায় নিয়ে চৈত্রের ঝরা পাতার মতো ঝরে যাওয়া স্বপ্নগুলো বুনেছিলাম সাদামাটা জীবনে।তারপর চৈতালি হাওয়ায় চকিত দৃষ্টিতে অপেক্ষা করতাম এক মাহেন্দ্রক্ষণের অবশেষে অপেক্ষার প্রহর শেষে এলো এক পূর্ণশশী মায়াবি আঁচলেশশীর সহস্র কোমল পাপড়ির স্পর্শে সেদিন খুলে গিয়েছিল রুদ্ধদ্বার। আমার আঁধারের আঙিনায় ঝরে ঝরে পড়েছিল জোছনার ফুল। তার মুঠি মুঠি সৌরভে সুরভিত এখন চারিদিক।
Advertisement
এসইউ/জেআইএম