শিক্ষা

শুধু চাকরি নয়, গ্র্যাজুয়েটদের উদ্যোক্তা হতে হবে

শুধু সরকারি-বেসরকারি চাকরি নয়, গ্র্যাজুয়েটদের উদ্যোক্তা হয়ে নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

Advertisement

শনিবার (১১ মে) রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না এক্সিবিশন সেন্টারে সিটি ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তনে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের মেনিফেস্টোতে কর্মসংস্থানের কথা বলেছিলেন। সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যেন আত্মকর্মসংস্থানে নিয়োজিত হয়ে উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারে, সেভাবে প্রত্যেক গ্র্যাজুয়েটকে গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি, আগামীতে শিক্ষার্থীদের কর্মের ব্যবস্থা করতে স্টার্টআপসহ বিভিন্ন উদ্যোগ যেন নেওয়া হয়।

গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিশেষ করে; কৃষি অনুষদের শিক্ষার্থীরা আগামী দিনে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবে। নিজ নিজ কর্মক্ষেত্রে নতুন উদ্ভাবনী চিন্তার মাধ্যমে একটি উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, প্রযুক্তির শুধু ব্যবহারকারী না হয়ে প্রযুক্তির উদ্ভাবক হতে হবে। অতিমাত্রায় সামাজিক যোগাযোগমাধ্যমে সময় না কাটিয়ে, গেমিং না করে, গেমের উদ্ভাবক হতে হবে।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান। অন্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন সিটি ইউনিভার্সিটির উপাচার্য ইঞ্জিনিয়ার অধ্যাপক লুৎফুর রহমান।

এএএইচ/এমআইএইচএস/এএসএম

Advertisement