রাজনীতি

সরকার সিন্দাবাদের দৈত্য হয়ে জনগণের কাঁধে চেপে বসেছে: জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘এখন নির্বাচনে লোকজন যায় না। লোকজনের বক্তব্য তারা গেলেই কী আর না গেলেই কী। একদলীয় শাসন ব্যবস্থা সিন্দাবাদের দৈত্য হয়ে মানুষের কাঁধে বসে আছে।’

Advertisement

শনিবার (১১ মে) দুপুরে বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এক মত বিনিময় এসব কথা বলেন তিনি। জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর এ সভার আয়োজন করে।

জনগণকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে দাবি করে জিএম কাদের বলেন, ‘রাজনীতিতে গুণগত একটি পরিবর্তন এসেছে। একটি শ্রেণি কিছু সুযোগ-সুবিধা পাচ্ছে। তারা ভাবছে, সরকারতো জেকে বসেছে, থাকবেই। তাদের সঙ্গে লাইন দিয়ে যেটুকু পাওয়া যায়। আবার সরকার যাদের নিচ্ছে না, তাদের বাধ্য হয়ে সরকারের বিপক্ষে থাকতে হচ্ছে। তারা না চাইলেও জনগণের পক্ষে দাঁড়াতে হচ্ছে। আমাদের কিছু জায়গা দিয়েছে এটাই হচ্ছে সর্বনাশ। এভাবে চলতে থাকলে সামনের দিকে দেশে আর রাজনীতি থাকবে না।’

সামনের দিকে রাজনীতি আরও কঠিন হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সিদ্ধান্ত নিতে হবে আমরা মানুষের পাশে থাকবো নাকি সুযোগ-সুবিধার পক্ষে থাকবো। জনগণের পক্ষে থাকতে হলে ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে। যারা সুযোগ-সুবিধার লোভে পড়েছে, এটা স্বল্প সময়ের জন্য। সামনের দিকে হয়তো তাদের প্রয়োজনীয়তা থাকবে না। যারা সরকারের দালালি করেছে, তাদের কিন্তু লাথি দিয়ে ফেলে দেওয়া হয়েছে।’

Advertisement

জাতি আজ চরম সংকটময় সময় পার করছে বলে মনে করেন জিএম কাদের। তিনি বলেন, দিন যতই যাচ্ছে সংকটের গভীরতা ততই বাড়ছে। আগে আমরা যেটাকে সংকট বলেছি, এখন মনে হচ্ছে সেটা কোনো সংকটই ছিল না। দেশের বেশিরভাগ মানুষ আয় দিয়ে সংসার চালাতে পারছে না। বর্তমান সরকার সিন্দাবাদের দৈত্য হয়ে জনগণের কাঁধে চেপে বসেছে। জনগণের কথায় চলে না, তার কথায় জনগণকে চলতে বাধ্য করছে।

ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা পরিচালনা করেন মহানগর উত্তরের সদস্য সচিব সুলতান আহমেদ সেলিম। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের। এছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর উত্তর নেতৃবৃন্দ, মহানগর উত্তর ২৬ থানার সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এসএম/এমআইএইচএস/জেআইএম

Advertisement