দেশের শোবিজ অঙ্গনের প্রিয়মুখ, নন্দিত অভিনেতা তারিক আনাম খানের আজ (১১ মে) জন্মদিন। সবার পছন্দের এ অভিনেতা জন্মদিনের প্রথম প্রহর থেকে সবার শুভেচ্ছা বার্তায় ভাসছেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীরা বিভিন্ন ধরনের বার্তা লিখে তাকে নিবেদন করছেন।
Advertisement
জন্মদিনের এমন আনন্দময় ক্ষণে সবার শুভেচ্ছা ও ভালোবাসা পেয়ে মুগ্ধ তারিক আনাম খান। তিনিও এমন দিনে সবার সঙ্গে নিজের জন্মদিনের কথা লিখে আবেগঘন পোস্ট দেন। তার ফেসবুকে প্রকাশ করা এ পোস্টের নাম দিয়েছেন, ‘জন্মদিনের ভাবনা’। এতে তিনি লেখেন, “আমার জন্ম আমার তিন বোনের পর। বৈশাখ মাস। আমার মনে হয় আমার মা খুব ভাবনায় ছিলেন- ‘এবারও কি মেয়ে?’ সেসময় এ ধরনের ভাবনা খুব স্বাভাবিক ছিল (এখনো আছে বোধহয়!)। ধরে নেই আমার মা খুব খুশি হয়েছিলেন ছেলে হয়েছে দেখে।”
তার জন্মের পর মায়ের আনন্দের কথা উল্লেখ করে লেখেন, ‘মায়ের মুখের সলজ্জ মিষ্টি হাসিটা আমি দেখতে পাই। বোধ হয় তখন থেকেই মানুষের হাসিমাখা মুখ আমাকে আনন্দিত করে। তাই হয়তো নাটকে অভিনয়ে আনন্দিত মানুষের মুখ আমাকে আন্দোলিত করে। তাই হয়তো কমেডির প্রতি আমার বেশি টান। তাই কি? জানি না।মঞ্চে কমেডি করেছি অনেক।’
তারিক আনাম খান তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করে লেখেন, ‘মধ্যবিত্ত পরিবারে জন্ম আমার। সমাজ, মানুষ, কষ্ট-দুঃখ, হাসি-আনন্দ, জয়-পরাজয় যুদ্ধ মৃত্যু সব কাছ থেকে দেখেছি। আমাদের বৃহত্তর পরিবারে রসবোধ, হাসি, ঠাট্টা নিত্যদিনের সঙ্গী। কমেডি বা হাসি মানে শুধু বিনোদন না। হাসির আড়ালে দুঃখ থাকে। চার্লি চ্যাপলিন তাই আজও বড় প্রিয়। মুগ্ধ হয়ে দেখি। কমেডির মধ্যে শ্লেষ, বিদ্রুপ বিদ্রোহ থাকে। প্রতিবাদ থাকে।’
Advertisement
শৈশবে জন্মদিনের পালনের কথাও স্মরণ করেন এ অভিনেতা, ‘জন্মদিন মানেই আমার কাছে ছেলেবেলা। তেমন উদযাপন হতো না। বাবা খুব সকালে উঠে আমার জন্মদিনের তারিখটা সুরে সুরে আউড়াতেন। মা একটু বিশেষ কিছু করতেন। ভাই-বোনরা ক্ষ্যাপাত- ব্যাস ঐটুকু।’
তিনি এখনকার জন্মদিনের কথা প্রসঙ্গে লেখেন, ‘এখন অনেক মানুষ আমার জন্মদিনকে মনে রাখেন, শুভেচ্ছা জানান। মানুষের এই ভালোবাসা আমাকে আপ্লুত করে, আবেগ তাড়িত করে। আমি তো মানুষের জন্য কিছু করতে পারিনি। আজও আনন্দিত মুখ হাসিমাখা মুখ আমাকে খুশী করে। যদি আমার কারণে তা হয় তাহলেই এ মানবজন্ম সার্থক।’
স্ট্যাটাসের শেষে লেখেন, ‘যারা বিভিন্নভাবে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, আমার কথা ১ মিনিটের জন্যও ভেবেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। নিজের মতো করেই খুশী থাকুন, আনন্দিত জীবন হোক সবার। ভালোবাসা সকলকে।’
এমএমএফ/জেআইএম
Advertisement