মতামত

উত্তম ব্যবহারের সুফল

প্রতিনিয়ত তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অনেক বড় বড় ঝগড়া বিবাদ সংঘঠিত হচ্ছে। এমনকি মারামারি ও হত্যা পর্যন্ত তা গড়ায়। বর্তমান মনে হচ্ছে ছোট খাটো বিষয় নিয়ে গ্রামে গ্রামে দুই দলের মাঝে মারামারির প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে। এসব অন্যায় কাজ থেকে সবাইকে দূরে থাকতে হবে।

Advertisement

সব ধরণের ঝগড়া বিবাদ থেকে রক্ষা পেতে উত্তম ব্যবহারের বিকল্প নেই। উত্তম ব্যবহার শুধু ঝগড়া বিবাদ থেকেই বাঁচায় না বরং এটিকে মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সদকার সাথে তুলনা করেছেন।

হাদিসে এসেছে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘উত্তম কথা বা ভালো কথাও একটি সদকা।’ (বুখারি ও মুসলিম)

ইসলাম এমন এক শান্তিপ্রিয় ধর্ম, যেখানে আত্মীয়স্বজন, পরিচিত-অপরিচিত, প্রতিবেশী, মুসলমান-অমুসলমান সবার সঙ্গেই উত্তম ব্যবহার আর শান্তির শিক্ষা দেয়। একজন মানুষ সে যে ধর্মের অনুসারীই হোক না কেন, তার সঙ্গে সুন্দর ব্যবহারের শিক্ষা আমরা মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র জীবনাদর্শ থেকে পেয়ে থাকি।

Advertisement

মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের মধ্যে যার আচার-ব্যবহার সুন্দর, সে আমার সবচেয়ে বেশি প্রিয় এবং কিয়ামতের দিন সে আমার সবচেয়ে কাছে থাকবে।’ (সুনানে তিরমিজি)

মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন, ‘সুন্দর আচরণই নেক আমল।’ (সহিহ মুসলিম) আমরা যেন সবার সাথে কোমল ব্যবহার করি এ শিক্ষাও হজরত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের দিয়েছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ কোমল ব্যবহার করেন, তাই সব ব্যাপারে তিনি কোমল আচরণ পছন্দ করেন।’ (বুখারি ও মুসলিম)।

আমরা যদি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ লাভ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সবার সাথে সুন্দর আচরণ করতে হবে। মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্টভাবে বলেছেন ‘যে ব্যক্তি সুন্দর আচরণ থেকে বঞ্চিত সে কল্যাণ থেকেও সম্পূর্ণরূপে বঞ্চিত।’ (মুসলিম)

উত্তম আচরণের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয় এবং পরকালের জান্নাত নিশ্চিত হয়। এ বিষয়ে মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কিয়ামতের দিন মুমিনের আমলনামায় সুন্দর আচরণের চেয়ে অধিক ভারী আমল আর কিছুই হবে না। যে ব্যক্তি অশ্লীল ও কটু কথা বলে বা অশোভন আচরণ করে, তাকে মহান আল্লাহ তাআলা ঘৃণা করেন। আর যার ব্যবহার সুন্দর, সে তার ব্যবহারের কারণে নফল রোজা ও তাহাজ্জুদের সাওয়াব লাভ করবে।’ (সুনানে তিরমিজি)

Advertisement

মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন, ‘সবচেয়ে বেশি যা মানুষকে জান্নাতে প্রবেশ করাবে, তা হলো মহান আল্লাহ তাআলার ভয় ও সুন্দর আচরণ। আর সবচেয়ে বেশি যা মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে, তা হলো (মানুষের) মুখ ও লজ্জাস্থান।’ (সুনানে তিরমিজি, হাকিম আল মুসতাদরাক)

আমাদেরকে যদি পুনরায় ইসলামের গৌরব ফিরিয়ে আনতে হয় তাহলে আমাদের উচিত হবে ধনী-গরিব, জাতি, ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে সবার সঙ্গে সুন্দর আচরণ ও উত্তম ব্যবহার করা এবং মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনাদর্শ অনুসরণ করে জীবন পরিচালনা করা। আল্লাহতায়ালা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।

লেখক: প্রাবন্ধিক ও গবেষক।masumon83@yahoo.com

এইচআর/জিকেএস