আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শিলাবৃষ্টি, বইছে ঝোড়ো হাওয়া

পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর। সেটি সত্য করে বৃহস্পতিবার (৯ মে) দুপুর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রসহ মুষলধারে শিলাবৃষ্টি শুরু হয়েছে।

Advertisement

কয়েক সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহের পর গত সোমবার বৃষ্টি নেমেছিল পশ্চিমবঙ্গে। পরপর দুইদিন বৃষ্টি হওয়ার ফলে কলকাতার তাপমাত্রা নেমে এসেছিল স্বস্তিদায়ক পর্যায়ে। বৃহস্পতিবারও সকাল থেকেই আকাশ ছিল মেঘলা, গরম ছিল কম। তবে বিকেল গড়াতেই বজ্রসহ মুষলধারে বৃষ্টি শুরু হয়।

আরও পড়ুন>>

তীব্র গরমে নাজেহাল কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে নেই লোডশেডিং, তীব্র গরমে ঘরে স্বস্তিতে রাজ্যবাসী পশ্চিমবঙ্গে ঝড়-বজ্রপাতে ৭ জনের মৃত্যু

আলিপুর আবহাওয়া দপ্তরের পরিচালক সোমনাথ দত্ত জানিয়েছেন, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে। ওইদিনও কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখীরও পূর্বাভাস রয়েছে।

Advertisement

আবহাওয়ার এই ধারা চলবে আগামী রোববার পর্যন্ত। ফলে রাজ্যজুড়ে তাপমাত্রা আরও কমে আসতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও মেদিনীপুরে ভারী বৃষ্টিসহ ৫০ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। এ কারণে কমলা সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।

ডিডি/কেএএ/

Advertisement