খেলাধুলা

হায়দরাবাদকে ১৬৬ রানের লক্ষ্য দিলো লখনৌ

রানবন্যার আইপিএলে হঠাৎ যেন ভাটা পড়ে গেছে। রান উঠছে কম। যেন বোলারদের রাজত্ব শুরু হলো আর ব্যাটারদের রাজত্ব কমে এসেছে। আজও যেমন রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ব্যাট করতে নেমে রানই তুলতে পারেনি লখনৌ সুপার জায়ান্টস।

Advertisement

টস জিতে ব্যাট করতে নেমে হায়দরাবাদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ৪ উইকেট হারিয়ে মাত্র ১৬৫ রানে থেমে গেছে লখনৌ সুপার জায়ান্টস।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লখনৌ অধিনায়ক লোকেশ রাহুল। ব্যাট করতে নেমে শুরুতেই কুইন্টন ডি কক, মার্কাস স্টয়নিজের উইকেট হারায় লখনৌ। লোকেশ রাহুল এবং ক্রুনাল পান্ডিয়া মিলে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। ৩৩ বলে ২৯ রান করে আউট হন লোকেশ রাহুল।

২১ বলে ২৪ রান করেন ক্রুনাল পান্ডিয়া। প্যাট কামিন্সের হাতে রানআউট হন তিনি। এরপর লখনৌর হাল ধরেন নিকলাস পুরান এবং আয়ুশ বাদোনি। এ দু’জন মিলে ৯৯ রানের জুটি গড়েন। এ দু’জনের বড় জুটি সত্ত্বেও লখনৌর স্কোর ১৬৫ রানের বেশি যায়নি।

Advertisement

২৬ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন নিকলাস পুরান। ৬টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি। ৩০ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন আয়ুশ বাদোনি। ৯টি বাউন্ডারির মার মারেন তিনি।

এই ম্যাচ জিততে পারলে সানরাইজার্স হায়দরাবাদ প্লে-অফের দৌড়ে অনেকদূর এগিয়ে যাবে। একই অবস্থা হবে লখনৌয়েরও। যদি তারা ম্যাচ জিততে পারে তাহলে উঠে যাবে তিন নম্বর স্থানে।

আইএইচএস/

Advertisement