জাতীয়

পুলিশ পরিচয়ে সিগন্যাল অমান্য, সার্জেন্টের হাতে গ্রেফতার ভুয়া এসআই

ট্রাফিক সিগন্যাল অমান্য করে মোটরসাইকেল নিয়ে সামনে এগিয়ে যাওয়া এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. আসিফ ইকবাল। মঙ্গলাবার (৭ মে) ট্রাফিক-শেরেবাংলা নগর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. তারেক সেকান্দার এ তথ্য জানান।

Advertisement

তিনি বলেন, রাজধানীর উড়োজাহাজ ক্রসিংয়ের সামনে প্রতিদিনের মতো উড়োজাহাজ ক্রসিংয়ে দায়িত্বপালন করছিলেন পুলিশ সার্জেন্ট মোহাম্মদ আবুল কালাম আজাদ। উড়োজাহাজ ক্রসিংয়ের উত্তর সিগন্যাল চলার সময় পশ্চিম সিগন্যালের লেকরোড থেকে সিগন্যাল অমান্য করে এক ব্যক্তি তার মোটরসাইকেল নিয়ে সামনে এগিয়ে এলে দায়িত্বরত সার্জেন্ট মোহাম্মদ আবুল কালাম আজাদ তার গতিরোধ করেন।

সিগন্যাল অমান্য করা সেই ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দেন, তিনি এসবির একজন এসআই। তার গতিবিধি সন্দেহজনক হলে দায়িত্বরত সার্জেন্ট তার পুলিশ আইডি কার্ড দেখতে চান কিন্তু তিনি তা দেখাতে ব্যর্থ হন এবং পালানোর চেষ্টা করেন।

তখন দায়িত্বরত সার্জেন্ট মোটরসাইকেলসহ সেই ব্যক্তিকে আটক করে উড়োজাহাজ ক্রসিংয়ের তদারকি অফিসার পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন মো. ইসমাইল করিমের কাছে নিয়ে যান।

Advertisement

সহকারী পুলিশ কমিশনার তারেক সেকান্দার আরও বলেন, পরবর্তীতে ভুয়া পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ভুয়া পুলিশ পরিচয় দিয়ে এভাবে অনেকদিন ধরেই ঢাকা মহানগরীতে চলাচল করছেন। পরবর্তীতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মো. আসিফ ইকবালকে গ্রেফতার করে তার ব্যবহৃত মোটরসাইকেলসহ শেরেবাংলা নগর থানায় পাঠানো হয়।

তার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

টিটি/এমআইএইচএস

Advertisement