ধর্ম

দোয়া কবুল হওয়ার উত্তম স্থান

দোয়া বা প্রার্থনা আল্লাহর তাআলার প্রিয় বান্দাদের সুন্নাত। কারণ নবি-রাসুলগণ থেকে শুরু করে সকল মুমিনগণ আল্লাহ তাআলার নিকট দোয়ার মাধ্যমে নিজেদের প্রয়োজন পুরণের আবেদন করতেন। দোয়া কবুল হওয়ার জন্য কিছু আদব এবং দোয়া কবুলের উত্তম সময়গুলো উল্লেখ করা হয়েছে। এখন সংক্ষেপে দোয়া কবুলের উত্তম স্থান এবং অবস্থা তুলে ধরা হলো-দোয়া কবুলের স্থান->> কাবা ঘরের ভিতর দোয়া করা, হিজর তথা হাতিম তার অন্তর্ভুক্ত।>> আরাফাতের দিন আরাফার মাঠে দোয়া করা।>> সাফা ও মারওয়া পাহাড়ের উপর দোয়া করা।>> মুযদালিফায় অবস্থিত মাশআরুল হারামে দোয়া করা।>> হজ্বকালে ছোট ও মধ্যম জামরায় পাথর নিক্ষেপের পর (হাত তুলে কেবলামুখী হয়ে) দোয়া করা।>> জমজমের পানি পান করার সময় দোয়া করা।>> মসজিদে নববি ‘রিয়াজুল জান্নাহ’য় দোয়া করা।>> মসজিদে কুবায় অবস্থান করে দোয়া করা।>> মসজিদে ক্বিবলাতইনে দোয়া করা।>> দ্বীনি মজলিসে (কুরআন-হাদিসের আলোচনায়) বসে দোয়া করা।>> উন্মুক্ত ময়দানে দোয়া করা। অর্থাৎ খোলা আকাশের নিচে।>> ঈদগাহে দোয়া করা ইত্যাদি।তাছাড়া মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলার সমগ্র জমিনই দোয়া কবুলের স্থান। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর সান্নিধ্য লাভে একনিষ্ঠ মনে তাঁর ইবাদাত-বন্দেগি করার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/পিআর

Advertisement