জাতীয়

রেলের ম্যানুয়ালি সিগন্যাল ব্যবস্থায় নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত

সাম্প্রতিক সময়ে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অনেকে হতাহত হওয়ায় যেমন ক্ষয়ক্ষতি হচ্ছে, তেমনই শিডিউল বিপর্যয়ে পড়ছে রেলওয়ে।

Advertisement

এসব দুর্ঘটনার কারণ হিসেবে অ্যানালগ সিগন্যাল ব্যবস্থাকে দায়ী করছেন রেলওয়ে সংশ্লিষ্টরা। এ থেকে পরিত্রাণ পেতে বৈঠকে বসেছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে ম্যানুয়ালি সিগন্যাল ব্যবস্থায় নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (৭ মে) দুপুরে রেলভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম উপস্থিত ছিলেন। এছাড়া রেল মন্ত্রণালয়ের সচিব, রেলের মহাপরিচালক, রেলের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের জিএম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী জাগো নিউজকে বলেন, ‘যেসব জায়গার সিগন্যাল ব্যবস্থা ম্যানুয়ালি করা হচ্ছে সেসব জায়গায় আরও বেশি পরিদর্শক ও কর্মকর্তা পর্যায়ের নজরদারি রাখার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। ভবিষ্যতে যাতে দুর্ঘটনা না ঘটে সেজন্য ওয়াকিটকি, প্রেট্রলিং বাড়াতে হবে। রেলের আইন-কানুন সবাইকে মেনে চলতে হবে।’

Advertisement

এছাড়া কোনোভাবে যেন দুর্ঘটনা না ঘটে সেদিকে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে বলেও জানান রেলওয়ের মহাপরিচালক।

এনএস/কেএসআর/এএসএম