আন্তর্জাতিক

২০০ নম্বরের পরীক্ষায় ২১২ পেলো শিক্ষার্থী!

পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ২০০, সেখানে একটি বিষয়ে ২১১ এবং আরেকটিতে ২১২ পেয়েছে এক শিক্ষার্থী। এ নিয়ে রীতিমতো তুলকালাম পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটে।

Advertisement

টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, রাজ্যের খারাসানা গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র বংশীবেন মনীশভাই।

তার রিপোর্ট কার্ডে দেখা গেছে, সে গুজরাটি পরীক্ষায় ২১১ এবং গণিতে ২১২ পেয়েছে। অথচ বিষয়গুলোর সর্বোচ্চ নম্বর ছিল ২০০।

আরও পড়ুন>>

Advertisement

তীব্র গরমে ক্লাসরুম হয়ে গেলো ‘সুইমিং পুল’, আনন্দে মাতলো শিশুরা ছদ্মবেশে প্রেমিকার পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন প্রেমিক পরীক্ষার খাতায় ছাত্রীর অনুরোধ/ ‘পাস করিয়ে দেন, না হলে বিয়ে দিয়ে দেবে’

তাহলে কীভাবে সম্ভব হলো এটি? উত্তর, ভুল করে!

ফলাফল বের হওয়ার পরপরই বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। জানা যায়, ভুলটা হয়েছিল নম্বর যোগ করার সময়। এ কারণে দ্রুত সংশোধিত ফলাফল প্রকাশ করে কর্তৃপক্ষ।

সংশোধিত ফলাফলে দেখা যায়, ২০০ নম্বরের গুজরাটি পরীক্ষায় ওই শিক্ষার্থী পেয়েছে ১৯১ নম্বর এবং গণিতে পেয়েছে ১৯০। বাকি বিষয়গুলোর মোট নম্বর অপরিবর্তিত রয়েছে।

কেএএ/

Advertisement