আইন-আদালত

চান্দিনার ইউপি চেয়ারম্যান সেলিমকে মনোনয়ন দেওয়ার নির্দেশ

কুমিল্লার চান্দিনা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৯ নম্বর মাইজখার ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিমের পদত্যাগ ছাড়াই মনোনয়নপত্র গ্রহণের আদেশ দিয়েছেন হাইকোর্ট।

Advertisement

একই সঙ্গে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র কেন গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (৭ মে) হাইকোর্টের বিচারপতি ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার তানজিব উল আলম ও ব্যারিস্টার মো. আব্দুল্লাহ আল মামুন।

Advertisement

আরও পড়ুন

উপজেলা নির্বাচন/চট্টগ্রামে তৃতীয় ধাপে ৫৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ব্যারিস্টার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এই আদেশের ফলে পদত্যাগ ছাড়াই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করতে পারবেন মো. সেলিম। চতুর্থ ধাপে আগামী ৫ জুন ওই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তিনি আরও বলেন, মো. সেলিম কুমিল্লার মাইজখার ইউপির চেয়ারম্যান। তিনি পদত্যাগ ছাড়াই উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে আদালতের দ্বারস্ত হন। শুনানি শেষে আদালত তাকে মনোনয়ন দাখিলের অনুমতি দেন।

এফএইচ/এসআইটি/এমএস

Advertisement