এসির গ্যাস লিক হওয়া বা এসি ব্যবহারেও যে গ্যাসের প্রয়োজন তা হয়তো জানেন। বিভিন্ন কারণে এসির গ্যাস লিক হতে পারে। তীব্র তাপ প্রবাহে জনজীবন অতিষ্ঠ। একটু স্বস্তি পেতে ঘরে এসি ব্যবহার করছেন।
Advertisement
অনেক সময় এমন হয় যে দীর্ঘক্ষণ এসি চালিয়েও ঘর ঠিকভাবে ঠান্ডা হচ্ছে না। ফিল্টার অনেকদিন পরিষ্কার না করা হলে, টেম্পারেচারের সেটিং মোডে উল্টাপাল্টা হলে এই সমস্যা হয়ে থাকে। তবে এর আরও একটি বড় কারণ হল এসি গ্যাস লিক।
আসলে, এসির মধ্য়ে বাতাস ঠান্ডা করার গ্য়াস থাকে। যা গরম হাওয়াকে শীতল করে ব্লোয়ারের মাধ্যমে গোটা ঘরে ছড়িয়ে দেয়। তাই এই গ্যাসের লেভেল কোনো কারণে কমে গেলে কিংবা তা লিক করলে ঘর পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হয় না। জেনে নিন কী কী কারণে এসির গ্যাস লিক করতে পারে-
আরও পড়ুন
Advertisement
>> অনেকদিন ব্যবহারের ফলে অনেক সময় কন্ডেনসর পাইপে ক্ষয় ধরে। এর কারণে লিকেজ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।
>> কমপ্রেসর মটরের ভাইব্রেশন সঠিকভাবে কাজ না করলে কিংবা সুরক্ষিত না থাকলে গ্যাস লিক হতে পারে।
>> এসি ইনস্টল করার সময় কোনো উল্টাপাল্টা হলেও গ্যাস লিকের সম্ভাবনা তৈরি হয়।
জেনে নিন এসির গ্যাস লিক হওয়া কীভাবে রোধ করতে পারেন-
Advertisement
>> অ্যালুমিনিয়াম কনডেনসারের চেয়ে তামার কনডেনসার ক্ষয় হওয়ার সম্ভাবনা কম। তাই এসি কেনার সময় অ্যালুমিনিয়াম কনডেনসারের বদলে তামার কনডেনসার কিনুন। নিয়মিত কনডেনসার পরিষ্কার করুন।
>> এসির আউটডোর ইউনিট কোথায় বসাচ্ছেন, সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। চেষ্টা করুন, যেখানে সূর্যের আলো কম পড়ে অর্থাৎ ছায়া থাকে, সেখানে বসাতে।
>> শীতকালে এসির প্রয়োজন পড়ে না। খুব ভালো হয় সেই সময় আউটডোর ইউনিটটি ঢেকে রাখতে পারলে।
>> নিয়মিত সময়ের ব্যবধানে এসি পরিষ্কার করুন। যাতে কোনো সমস্যা চোখে পড়তে দ্রুত সার্ভিসিং করান।
আরও পড়ুন
ঘরে এসি ও ফ্যান একসঙ্গে চালালে কী হয়? স্প্লিট নাকি উইন্ডো, বিদ্যুৎ খরচ কমাতে কোন এসি কিনবেন?সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে/এমএস