জাতীয়

কুড়িলে ভবনে এডিসের লার্ভা পাওয়ায় লাখ টাকা জরিমানা

রাজধানীর কুড়িলের প্রগতি সরণির একটি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় মালিককে লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

সোমবার (৬ মে) দুপুর ১২টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এসময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় এডিস মশা নিয়ন্ত্রণে প্রগতি সরণিতে জনসচেতনতামূলক শোভাযাত্রা করেন মেয়র আতিক। এ সময় ডিএনসিসি মেয়র কয়েকটি বাড়ি পরিদর্শন করেন।

পরে একটি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় মেয়রের উপস্থিতিতে লাখ টাকা জরিমানা ও অন্য আরেকটি বাড়িতে নিয়মিত মামলা দায়ের করেন ডিএনসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল বাসেত।

Advertisement

মেয়র বলেন, ‘বেশ কিছুদিন ধরে টানা রোদ ছিল এবং এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। কাল রাতে বৃষ্টি হয়েছে আবার আজকে রোদ। রোদ ও বৃষ্টি এমন আবহাওয়ায় জমা পানিতে এডিসের লার্ভা জন্মায়। তাই এসময়ে বেশি সতর্ক থাকতে হবে। বর্ষা শুরুর আগে থেকেই আমরা একযোগে ৫৪টি ওয়ার্ডে মাসব্যাপী জনসচেতনতামূলক প্রচারাভিযান শুরু করেছি। সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি আমাদের ম্যাজিস্ট্রেট মাঠে আছেন, অভিযান করছেন। এডিসের লার্ভা পেলে কোনো ছাড় দেওয়া হবে না।’

এমএমএ/এমএএইচ/এএসএম