খেলাধুলা

এবার ৫৯ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালো লেভারকুসেন

গেল এপ্রিল মাসে ইউরোপের সেরা পাঁচ লিগ ফুটবলের ইতিহাসে অপরাজিত থাকার নতুন রেকর্ড করেছিল বেয়ার লেভারকুসেন। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিয়েছিল তারা। এবার পুরো ইউরোপের ফুটবলের ৫৯ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালো জার্মান বুন্দেসলিগার ক্লাবটি।

Advertisement

গতকাল রোববার রাতে বুন্দেসলিগায় আইনট্রাচট ফ্রাঙ্কফুটকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লেভারকুসেন। ফলে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৪৮ ম্যাচ অপরাজিত থাকলো জাবি অ্যালোনসোর শিষ্যরা।

৫৯ বছর আগে ইউরোপের ফুটবলে টানা ৪৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড করেছিল পর্তুগালের ক্লাব বেনফিকা। ১৯৬৩ সালের ডিসেম্বর থেকে ১৯৬৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এসব ম্যাচ খেলেছিল তারা। অবশেষে গতকাল বেনফিকার সেই একক রেকর্ডে ভাগ বসালো লেভারকুসেন।

লেভারকুসেনের পরের ম্যাচ ইতালিয়ান ক্লাব রোমার বিপক্ষে। ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামবে দুই দল। এই ম্যাচে কোনোরকমে ড্র করতে পারলেই ইউরোপীয় ফুটবলের ইতিহাসে টানা সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়বে লেভারকুসেন।

Advertisement

চলতি মৌসুমে আর মাত্র পাঁচ ম্যাচ বাকি আছে লেভারকুসেনের। এসব ম্যাচে হার এড়াতে পারলেই অপরাজিত থেকেই ট্রেবল জয় করতে পারবে তারা।

প্রথম লেগে যেহেতু ২-০ গোলে জয় পেয়েছে, তাই দ্বিতীয় লেগে রোমার বিপক্ষে ড্র করতে পারলেই ইউরোপা লিগের ফাইনালে চলে যাবে লেভারকুসেন। এমনকি ১-০ ব্যবধানে হারলেও ফাইনাল নিশ্চিত হবে জাবি অ্যালোনসোর শিষ্যদের। তবে এই ম্যাচে কোনোভাবেই হারতে চাইবে না লেভারকুসেন।

এমএইচ/এএসএম

Advertisement