সিরাজগঞ্জের চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্তের ব্যবহৃত সরকারি মুঠোফোন নম্বরটি ক্লোন করে বিভিন্ন জনের কাছে ফোন দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
Advertisement
এ ঘটনায় সোমবার (৬ মে) ভোরে থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন ওসি। রোববার রাতে ওই এলাকায় বিভিন্ন ব্যক্তির কাছে ওসির ফোন নম্বর ক্লোন করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগ পেয়ে তিনি এ জিডি করেন। একইসঙ্গে এ বিষয়ে সতর্ক থাকতে ফেসবুক পেজে থেকে পোস্ট করেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
ওসি শ্যামল কুমার দত্ত জাগো নিউজকে বলেন, রাতে এ বিষয়টি প্রথম জানতে পারি। সরকারি নম্বরটি ক্লোন করে বিভিন্ন ব্যক্তিকে ফোন দেওয়া হচ্ছে। তবে তারা আমার কণ্ঠের মিল না পেয়ে বিষয়টি আমাকে অবহিত করেন। পরে প্রতারকদের বিষয়ে তাদের সতর্ক করেছি। কেউ তার সরকারি নম্বর থেকে কোনো সন্দেহজনক কল পেলে ফোনটি কেটে নিশ্চিত হতে সবাইকে অনুরোধ জানান তিনি।
এম এ মালেক/এফএ/জেআইএম
Advertisement