কালবৈশাখী ঝড়ে রাজধানীর কাকরাইলে গাছ ভেঙে পড়েছে। অন্যদিকে, মোহাম্মদপুরে ধসে পড়েছে একটি অর্ধপাকা ঘরের দেওয়াল। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
Advertisement
রোববার (৫ মে) রাত ১টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, কাকরাইলে একটি গাছ ভেঙে রাস্তায় পড়ে। রাত ১০টা ৫০ মিনিটের পর আমাদের কাছে এ সংবাদ আসে। এরপর একটি টিম কাকরাইল গিয়ে গাছ সরিয়ে নেয়।
তিনি বলেন, অপরদিকে মোহাম্মদপুর এলাকায় একটি অর্ধপাকা ঘরের দেওয়াল ধসে পড়েছে। সেখানেও আমাদের একটি টিম যাচ্ছে কাজ করার জন্য।
আরও পড়ুন: সোমবার থেকে টানা ৭ দিন থাকতে পারে ঝড়-বৃষ্টি
Advertisement
এর আগে রাত ১০টার পর রাজধানীতে বজ্রপাতের সঙ্গে শুরু হয় বৃষ্টি। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়। এতে গরমে স্বস্তি ফিরে নগরে।
আরও পড়ুন: তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল
টানা কয়েক সপ্তাহের প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে সর্বপ্রথম বৃহস্পতিবার রাতে ঢাকায় বৃষ্টি নামে। এরপর ধীরে ধীরে কমতে থেকে ঢাকার তাপমাত্রা। সবশেষ রোববার দুপুরে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকে দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টি বাড়তে পারে। এতে তাপপ্রবাহের তীব্রতা এবং আওতা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
Advertisement
টিটি/জেডএইচ/