জাতীয়

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কাজ করছে সরকার

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

Advertisement

রোববার (৫ মে) সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্ডা বার্জ ভন লিন্ডে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। এসময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ৪০ শতাংশ হবে পরিষ্কার বিদ্যুৎ। আমাদের অন্যতম চ্যালেঞ্জ সহনীয় মূল্যে সবার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা। নবায়নযোগ্য জ্বালানির জন্য বিপুল বিনিয়োগ প্রয়োজন। স্মার্ট গ্রিড এবং সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা আরও আধুনিক করা দরকার। সরকার চেষ্টা করছে, জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়াতে।

নবায়নযোগ্য জ্বালানি ও সুইডেনের অবস্থান নিয়ে আলোচনাকালে রাষ্ট্রদূত বলেন, প্রায় ৪০ বছর ধরে তৈরি পোশাক খাতে বাংলাদেশের সঙ্গে সুইডেন ও সুইডেনের কোম্পানি কাজ করছে। এর মাঝে এইচ এন্ডএম, আইকেইএ ও লিনডেক্স অন্যতম।

Advertisement

এনএস/জেডএইচ/