বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল আবাহনী। আগের ১৪ আসরে সর্বাধিক ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে আকাশি-নীলরা। এবার বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হলে তাদের ঘরে জমা হবে ৫টি ট্রফি। আবাহনীকে ছুঁতে আরো অপেক্ষা করতে হবে দ্য কিংসকে।
Advertisement
মুঠভরা সাফল্য থাকা আবাহনী বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন বাজে সময় অতিক্রম করছে। টানা পাঁচ আসরে তারা শিরোপার মুখ দেখেনি। বসুন্ধরা কিংস শীর্ষ লিগে আবির্ভূত হওয়ার পরই যেন কপাল পুড়েছে ধানমন্ডির ক্লাবটির। প্রতি বছরই তারা বড় মারটা খায় কিংসের কাছে। আর তাতে শেষ হয়ে যায় শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন।
টানা পাঁচ মৌসুম ধরে প্রিমিয়ার লিগে আবাহনীর শিরোপা জিততে না পারার অন্যতম প্রধান কারণ হলো বসুন্ধরা কিংসের বিপক্ষে পেরে না ওঠা। যে আবাহনীর ঘরে অগণিত সাফল্য সেই আবাহনী কখনোই হারাতে পারবে না কিংসকে তা কী হয়?
বাস্তবে হচ্ছে সেটাই। প্রিমিয়ার লিগে বসুন্ধরা খেলছে ২০১৮-১৯ মৌসুম থেকে। গত শনিবার দুই দল মুখোমুখি হয়েছিল দশম লিগ ম্যাচে। পারেনি আবাহনী বর্তমানের প্রধান প্রতিপক্ষ কিংসকে হারাতে। দশম মোকাবিলায় অষ্টম হারে আরেকটি লিগ থেকে ছিটকে গেছে আবাহনী।
Advertisement
১০ ম্যাচে ৮ টি হার। দুটি ড্র। আবাহনী সমর্থকদের মেনে নেওয়া কষ্টকর। এবার হবে- মৌসুম শুরুতে এভাবে আশায় বুক বাঁধে আকাশি-হলুদ সমর্থকরা। বাস্তবে আর হয় না। এভাবেই পাঁচটি মৌসুম কাটিয়ে দিচ্ছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবটি।
কিংস শীর্ষ লিগে আসার পর লিগসহ এ পর্যন্ত ১৫ বার তাদের মুখোমুখি হয়েছে আবাহনী। দুটি জয় আবাহনীর। একটি ফেডারেশন কাপে, অন্যটি স্বাধীনতা কাপে। প্রিমিয়ার লিগে আবাহনীর জয়ের খাতা শূন্য।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবাহনী ও বসুন্ধরা কিংস প্রথম মুখোমুখি হয়েছিল ২০১৯ সালের ২৩ জানুয়ারি। লিগের প্রথম সাক্ষাতেই আবাহনীকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল বসুন্ধরা কিংস। ওই লিগের দ্বিতীয় রাউন্ডে আবাহনীর হার ছিল ১-০ গোলে।
২০২১ সালে প্রথম রাউন্ডে আবাহনীকে ৪-১ গোলে হারিয়েছিল কিংস। ফিরতি ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। ২০২২ সালে প্রথম লেগের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল। দ্বিতীয় রাউন্ডে আবাহনীকে ৩-২ গোলে হারিয়েছিল কিংস। ২০২৩ সালে আবাহনীকে ২-১ ও ১-০ গোলে হারিয়েছিল বসুন্ধরার দলটি। এবার দুই ম্যাচের একটিতে জয় ২-০ ও আরেকটিতে ২-১।
Advertisement
প্রিমিয়ার লিগে আবাহনী ও কিংসের কোনো ম্যাচই গোলশূন্য থাকেনি। দুই দলের ১০ ম্যাচে গোল হয়েছে ২৯টি। এর মধ্যে কিংস করেছে ২১টি এবং আবাহনী করেছে ৮ টি।
আরআই/আইএইচএস/